মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৮ সেপ্টেম্বর। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মিলিত হয়। স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ রুকন উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার -৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি। বক্তব্য রাখেন- মৌলভীবাজার সাবেক মহিলা সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদ, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী ও আমিনুল কবির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য সায়রা মহসিন বলেন- যে কোনো তথ্য জানার অধিকার সবার রয়েছে। তাই সকলকে তথ্য দেয়া ও নেয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।