বিষপানে গৃহবধূর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সরূপা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সরূপা ওই গ্রামের আবদুল আউয়ালের স্ত্রী। সরূপা খাতুনের ছেলে তপসির মিয়া জানান, তার মা মানসিক রোগী ছিলেন। সকালে তার মা বিষপান করে বমি করতে থাকলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান তার মাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।