ইলন মাস্ক-এর দ্রুতগতিবান্ধব সুড়ঙ্গ বানানোর প্রকল্প যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রথম অনুমোদন
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
শহরের কনভেনশন অ্যান্ড ভিজিটরস অথরিটি’র পরিচালনা পর্ষদ মাস্কের বোরিং কোম্পানির এই প্রকল্প পরিদর্শন করার পর মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
এই পরিকল্পনা অনুযায়ী মাটির নিচে একটি সুড়ঙ্গ বানানো হবে যার মধ্য দিয়ে যাত্রীরা স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যানে চড়ে দ্রুত গতিতে যাতায়াত করতে পারবেন। এখন শুধু কনভেনশন সেন্টারের চারদিকে ঘুরবে এটি। পরবর্তীতে লাস ভেগাসের অন্যান্য পয়েন্টেও এর পরিসর বাড়ানো যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বোরিং কোম্পানি জানিয়েছে তাদের এই প্রাথমিক ধাপটিতে সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার খরচ হবে।
২০২১ সালের কনজিউমার ইলেকট্রনিকস শো-তে পুরো কার্যকর অবস্থায় এই প্রকল্প প্রদর্শনের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়। যদিও মাস্ক-এর দাবি চলতি বছরের শেষের মধ্যে ‘যত দ্রুত পারা যায়’ এটি চালু করা হবে।