এবছর যুক্তরাষ্ট্রে গুগলের ১৩০০ কোটি ডলার বিনিয়োগ
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল। এক ডজনের বেশি অঙ্গরাজ্যে ডেটা সেন্টার ও কার্যালয় বানাতে এই পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান সুন্দার পিচাইÑ খবর আইএএনএস-এর।
বুধবার এক ব্লগ পোস্টে পিচাই বলেন, এই বিনিয়োগের ফলে হাজারো নতুন পদ তৈরি হবে।
“আগের বছর আমরা যুক্তরাষ্ট্রে ১০ হাজার কর্মী নিয়োগ দিয়েছি এবং ৯০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছি” বলেন পিচাই।
গুগল প্রধান আরও বলেন, “এখন আমরা যুক্তরাষ্ট্রে ২০১৯ সাল জুড়ে ডেটা সেন্টার ও কার্যালয় বানাতে ১৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিচ্ছি, এর মধ্যে ১৪টি অঙ্গরাজ্যে বড় বিস্তৃতি দেখা যাবে।”
গুগলের এই বিনিয়োগের কারণে নেবরাসকা, নেভাডা, ওহাইও, টেক্সাস, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায় ১০ হাজারের বেশি নির্মাণ কাজের চাকুরি তৈরি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিচাই আরও বলেন, স্থানীয় সমাজের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানও রাখে ডেটা সেন্টার।