March 18, 2025, 11:14 pm

সংবাদ শিরোনাম
ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৪ প্রতিষ্ঠানে অর্থদণ্ড শিশুর গলায় চাকু ধরে যশোরে মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হাসান আটক রোমন হত্যা মামলার আসামিকে ওসমানী নগর থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ স্বেচ্ছাসেবকদল নেতা রাজু’র বিরুদ্ধে পরিকল্পিত সংবাদ প্রচার, দলীয় পদ স্থগিত কাজে লাগছে না ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জনসাধারনের ফুলবাড়ীতে দুস্থ অসহায়দের নিয়ে অব. সশস্ত্র বাহিনীর ইফতার আয়োজন জয়পুরহাট ক্ষেতলালে ওয়াকফ জমি নিয়ে ভাইকে ফাঁসাতে ‘ভাড়াটে বাদী’ দিয়ে মামলা প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

হাতিরঝিলে অপেরা হাউজ নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে: নূর

হাতিরঝিলে অপেরা হাউজ নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে: নূর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হাতিরঝিল এলাকায় অপেরা হাউজ নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ্’র এক প্রশ্নের জবাবে এ কথা জানান। মন্ত্রী বলেন, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে একটি সংস্কৃতি বলয় তৈরি করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। রমনা পার্ক এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল ভবন রয়েছে। এখানে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা, নাট্যকলা ও চিত্রশালা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানসহ দেশীয় অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়। সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নূর বলেন, দেশের প্রতিটি উপজেলায় গ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে ‘উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চসহ সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে। সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক লিখিত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নূর বলেন, বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে কাজ করছে। এরই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি দপ্তর ও সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করছে। মন্ত্রী বলেন, ১১টি জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ, দেশের ৯ জন প্রখ্যাত শিল্পী ও কবির নামে স্মৃতি কেন্দ্র নির্মাণ, কেন্দ্রীয় ও জেলা শিল্পকলা একাডেমীসমূহের মেরামত সংস্কার ও আধুনিকীকরণ, জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্ত করা, জেলা পর্যায়ে ভাষা আন্দোলনের ইতিহাসসহ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গবেষণা ও গ্রন্থ প্রকাশসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিদেশী সংস্কৃতির আগ্রাসন কমে আসবে বলে আশা করা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর