January 16, 2025, 2:43 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ২ পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ২ পুলিশ বরখাস্ত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে বরখাস্ত হয়েছেন দুই পুলিশ সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার সার ব্যবসায়ী জাকির হোসেনকে অপহরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম ও কনস্টেবল মো. শরীফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার তাঁদের বরখাস্তের বিষয়টি জানিয়েছেন। গত সোমবার দুপুরের দিকে জাকির হোসেন মসজিদ রোড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামের বাড়ি থেকে শহরের জগৎ বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় আঁখি নামে অপহরণকারী দলের এক সদস্য অসুস্থতার কথা বলে বাড়িতে পৌঁছে দিতে জাকিরকে অনুরোধ করেন। পরে জাকির তাঁকে বাসায় পৌঁছে দিতে যান। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুল। এ দুজন জাকির হোসেনের চোখ বেঁধে ফেলেন। তাঁরা ব্যবসায়ী জাকিরের কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেন এবং স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না হলে মেরে ফেলার হুমকি দেন। পরে জাকিরের স্বজনেরা অপহরণের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে জানান। মঙ্গলবার ভোররাতে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে উদ্ধারসহ অপহরণকারী দলের সদস্য আঁখিকে গ্রেফতার করে পুলিশ। পরে আঁখির দেওয়া তথ্য অনুযায়ী এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের আদালতে পাঠানো হলে, আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Share Button

     এ জাতীয় আরো খবর