নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক আহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নাটোরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রবিউল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, গত বুধবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস নাটোরের কাছিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর যাত্রীবেশী ডাকাতদল অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে নেমে সেখানে থাকা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস জব্দসহ কিছু মালামাল উদ্ধার করেছে। এ সময় মাইক্রোবাসের চালক রতনকে আটক করা হয়েছে। রতনের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায় বলে তিনি জানান।