আসাদের রক্তমাখা শার্ট ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রতীক : মেনন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, শহীদ আসাদের সেই রক্তমাখা শার্ট হয়ে উঠেছিল গণঅভ্যুত্থানের প্রতীক। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ থেকে গণঅভ্যুত্থান -শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন মামুনুর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসাইন প্রমুখ। মেনন বলেন, শহীদ আসাদ তাঁর জীবনদানের মধ্য দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছিল, সেই ইতিহাস এদেশের শ্রমিক-কৃষক-বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল। আর ইতিহাসের ধারায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয় আজকের বাংলাদেশ। কিন্তু আপসোসের বিষয় হচ্ছে আজকের দিনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ইতিহাসকে ফলাও করে প্রচারে আনা হয় না। পাঠ্যপুস্তকে স্থান পায় না শহীদ আসাদের আত্মদান ও গণঅভ্যুত্থানের ইতিহাস।