January 16, 2025, 9:16 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম, ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণে তোফায়েল

আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম, ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণে তোফায়েল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কঠিন দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতাম। সবাইকে নাম-ঠিকানা পকেটে নিয়ে মিছিলে আসার কথা বলতাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের ৫০ বছর স্মরণে এ আলোচনার সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তোফায়েল আহমেদ বলেন, সেদিন আমাদের হাতের উপরে আসাদ শহীদ হয়েছে। একজন শহীদের শেষ নিঃশ্বাস আমি শুনেছি। আমরা শপথ নিয়েছিলাম রক্ত বৃথা যেতে দিব না। যে মিছিল বের হয়েছিল তার কোনো শেষ নাই। ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। বিপদজনক সিগনাল দেওয়া হলেও আমরা কানে নিইনি। পল্টন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল কিন্তু শেষ নাই। এমন কোনো মহল্লা ছিল না যেখানে মিছিল হয়নি। গণঅভ্যুত্থান ছিল ইতিহাসের মাইলফলক। বঙ্গবন্ধুকে স্মরণ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পৃথিবীতে যত জাতির পিতার জন্ম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিচক্ষণ নেতা জন্মগ্রহণ করেননি। তিনি যা বিশ্বাস করতেন তা বলতেন। একটি ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতিকে এক কাতারে নিয়ে এসেছিলেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ডাকসু নির্বাচনে আমরা মতপথের ভিন্নতা থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হয়েছিলাম। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের নতুন নেতৃত্ব তৈরি হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি। অধ্যাপক মুহম্মদ সামাদ বলেন, বঙ্গবন্ধু যেভাবে রাজনীতি করেছেন আমরা যদি সেটা আমাদের ভেতর ধারণ করতে পারি তাহলে আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমরা সকলে মিলে একটি পরিবার। আমরা যদি মিলেমিশে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি তাহলে এই বাংলাদেশ সোনার বাংলা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর