January 16, 2025, 3:01 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত গ্রেফতার

ডিটেকটিভ নিউজ ডেস্ক            

 

 ব্রাহ্মণবাড়িয়ায় মাছবোঝাই ট্রাক দরজাবোঝাই পিকআপ ডাকাতির সময় দুটি হত্যাকাের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ; উদ্ধার করা হয়েছে মাছ বেচা টাকা সব দরজা সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ১৩ ১৮ নভেম্বর দুটি হত্যাকাসহ ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেনআশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের আবদুর রহমান মিয়ার ছেলে আবদুল হক, সুলেমান মিয়ার ছেলে আবু তালেব সুমন, বাদল মিয়ার ছেলে সাইফুল ইসলাম, জেলার সরাইল উপজেলার কালিকচ্চ এলাকার লক্কু মিয়ার ছেলে জাকির হোসেন শাহজাহান মিয়ার ছেলে আলমগীর হোসেন পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ১৮ নভেম্বর মাছবোঝাই ট্রাক লুটসহ ব্যবসায়ীকে খুনের ঘটনায় পুলিশ অভিযানে নামে গোপন খবরের ভিত্তিতে প্রথমে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রাম থেকে তালেবকে গ্রেফতার করা হয় তার দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও চারজনকে তাদের দেওয়া তথ্যমতে ১৩ নভেম্বর রাতে লুট হওয়া ৭২টি দরজা উদ্ধার করে পুলিশ আর ১৮ নভেম্বর সরাইল থেকে লুট হওয়া মাছ বিক্রির এক লাখ চার হাজার ৬৯৫ টাকাও উদ্ধার করা হয় গত ১৩ নভেম্বর রাতে আশুগঞ্জ থানার বাহাদুরপুর তালশহর রাস্তা থেকে ডাকাতরা একটি পিকআপ ভ্যানে বহন করার সময় ৭০টি দরজা লুট করে সময় গাড়িতে থাকা দেওয়ান এন্টার প্রাইজের ব্যবস্থাপক কামাল আহাম্মেদকে হত্যা করে ডাকাতরা এদিকে ১৮ নভেম্বর সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকাসিলেট মহাসড়ক থেকে ডাকাতরা একটি মাছবোঝাই ট্রাক লুট করে সময় মাছের মালিক রফিক মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে তারা গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, তাদের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Share Button

     এ জাতীয় আরো খবর