January 16, 2025, 8:59 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

ফখরুল সুন্দর করে মিথ্যা বলতে পারেন: তথ্যমন্ত্রী

ফখরুল সুন্দর করে মিথ্যা বলতে পারেন: তথ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব ‘সজ্জন মানুষ’ বলার একদিন বাদেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে খোঁচা দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ফখরুল ইসলাম আলমগীর সজ্জন মানুষ, তবে তিনি সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন। গতকাল বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে রাজনৈতিক প্রতিপক্ষ দলের মহাসচিবকে নিয়ে একথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। নিজেদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চললেও তা ‘রাজনৈতিক’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের গত মঙ্গলবার বলেছিলেন, ফখরুল ‘সজ্জন, ভালো মানুষ’। রাজনৈতিক প্রতিদ্বন্দিতা যখন সাংঘর্ষিক রুপ নেয় তখন রাষ্ট্রের ক্ষতি হয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এই রাজনীতি দেশে অবসান করলে দেশ এগিয়ে যাবে। হরতাল অস্ত্র যে ভোঁতা হয়ে গেছে, এটির ক্ষেত্রে সাংবাদিকদের বিরাট ভ‚মিকা আছে। সাংঘর্ষিক রাজনীতি বন্ধ করতে আপনারের বিরাট ভ‚মিকা আছে। হাছান মাহমুদ আগামি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহŸান জানিয়ে বলেন, তা না করলে ‘আত্মহনন ও মহাভুলের মতো’ সিদ্ধান্ত হবে। দশম সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি সদ্যসমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলেছে। আগামী মার্চ থেকে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না বলে দলটির বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমে খবর এসেছে। হাছান মাহমুদ মনে করেন, বিএনপি দলগতভাবে উপজেলা নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতা ভোট করবেন। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে ফ্ল্যাট নির্মাণের চিন্তাভাবনা করছি, কারা পাবে সাংবাদিক সমিতিগুলোই ঠিক করবে। অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর