September 19, 2024, 11:30 am

সাভারে বাড়িতে লুটের পর খেয়েদেয়ে গেল ডাকাতরা

সাভারে বাড়িতে লুটের পর খেয়েদেয়ে গেল ডাকাতরা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভার উপজেলায় এক বাড়িতে লুট করার পর ডাকাতরা ফ্রিজ খুলে খাওয়া-দাওয়া করে গেছে বলে খবর পাওয়া গেছে। সাভার পৌরসভার দেওগাঁও এলাকার উজ্জ্বল রোজারিওর অভিযোগ, গত রোববার গভীর রাতে একতলা বাড়ির পেছনের একটি জানালার গ্রিল কেটে ১০-১২ সদস্যের সশস্ত্র ডাকাতদল ভেতরে ঢোকে। তারা বাড়ির সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চাবি নিয়ে তিনটি রুমের আলমারি থেকে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসেটসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায়। বাড়ির গৃহকর্ত্রী মনি রোজারিওর অভিযোগ, ডাকাতরা তাকে, তার স্বামী উজ্জ্বল, ছেলে অংকুর, পুত্রবধূ পূজা ও মেয়ে নিশিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। তারপর তারা ফ্রিজ খুলে রান্না করা খাবার ও ঠা-া পানি খায়। চলে যাওয়ার সময় চিৎকার করলে গুলি করে হত্যার হুমকি দেয়। ডাকাতরা চলে যাওয়ার অনেক পরে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে বলে তিনি জানান। সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর