কমলগঞ্জে খোদ অধ্যক্ষ এবং দুই সহকারী শিক্ষক পরীক্ষার্থীদের উত্তর বলে ও লিখে দিলেন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার হলে ঢুকে গত সোমবার সকালে পাইওনিয়ার কিন্ডার গার্ডেনের খোদ অধ্যক্ষ এবং দুই সহকারী শিক্ষক পরীক্ষার্থীদের উত্তর বলে ও লিখে দিয়েছেন। জানা গেছে- উপজেলার আদমপুর এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের নিচ তলার ৬নং কক্ষে বাংলা পরীক্ষা চলাকালীন সময়ে পাইওনিয়ার কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ কারী আব্দুল লতিফ, শিক্ষিকা শারমীন আক্তার লিজা ও শিক্ষক রাহেল আহমদ পরীক্ষা কক্ষে ঢুকে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে উত্তর বলে দেন। এমনকি শিক্ষার্থীদের প্রশ্নে উত্তরও লেখে দিয়েছেন । এসময় উপস্থিত অভিবাবকরা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেয়া হয়।