January 5, 2025, 8:58 am

সংবাদ শিরোনাম

শিয়াওমি এবার ফোল্ডএবল ট্যাবলেট দৌড়ে

শিয়াওমি এবার ফোল্ডএবল ট্যাবলেট দৌড়ে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ফোল্ডএবল ট্যাবলেট আনার প্রতিযোগিতায় এবার নাম এসেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শিয়াওমি’র।

জানুয়ারির আট তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে ২০১৯ কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যেই অনেক ডিভাইস নিয়ে গুজব শুরু হয়েছে। স্যামসাংয়ের একটি ডিভাইস নিয়ে নানা তথ্যও সামনে এসেছে। ধারণ করা হচ্ছে, ডিভাইসটি হবে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০।

এবার টুইটারে ফোল্ডএবল একটি ডিভাইসের ভিডিও ফাঁস করেছেন ইভান ব্লাস। বিভিন্ন ডিভাইসের সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

ভিডিওতে একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট দেখা গেছে। ডিভাইসটির দুই পাশ থেকে ভাঁজ করলে এটি ফোনের মতো আকার ধারণ করে– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

ভিডিওর সত্যতা নিশ্চিত করেননি ব্লাস। তবে টুইটে তিনি বলেন, “এটি অবশ্যই শিয়াওমি বানিয়েছে।”

নতুন এই ডিভাইসটি শিয়াওমি’র হতেও পারে নাও পারে। তবে এটি অবশ্যই ফোল্ডএবল পর্দার কোনো ডিভাইস তা নিশ্চিত।

ফোল্ডএবল পর্দার কোনো ডিভাইস এবারই প্রথম সামনে এসেছে তা নয়। নভেম্বরে ‘ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে’ প্রযুক্তির একটি প্রোটোটাইপ ডিভাইস দেখিয়েছে স্যামসাং। সিইএস ২০১৭-তে ফোল্ডএবল ডিভাইসের ধারণা দেখিয়েছে লেনোভো। এ ছাড়া ফোল্ডএবল স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে আরেক চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর