বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম’নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের আয়োজনে রংপুর বিভাগীয় উদ্দোক্তা সম্মেলন ও ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের রংপুর বিভাগের ৮টি জেলার ৩৫০ জন তরুণ/তরুণী উদ্যোক্তা নিয়ে ৪ জানুয়ারি এই সম্মেলন ও ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ, আরও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় রংপুরের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ এহেছানুল হক,শিল্পনগরী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, রংপুর জেলার জেলা প্রতিনিধি মোঃ দেলওয়ার হোসেন, মোঃ খন্দকার রেজাউল করিম, এমদাদুল হক, কাজল কালো, পরিচালনায় জান্নাত কোম্পানি লিমিটেডের কাউছারুল ইসলাম।’নিজের বলার মতো একটা গল্প’ হচ্ছে উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম। এটি বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম, যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বাহার জাহিদ বলেন,প্রতিটি ব্যাচে টানা ৯০ দিন করে অনলাইনে ও অফলাইনে ৪০০টি কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ-তরুণীর জীবন। হয় উদ্যোক্তা হয়েছেন, না হয় চাকরিতে ভালো করছেন। চাকরি করেও পার্ট-টাইম উদ্যোক্তা হয়েছেন, ছাত্রাবস্থায় পার্ট-টাইম উদ্যোক্তা হয়েছেন, হতাশা কাটিয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন,প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তাদের অনেকেই।