গুগল ডুয়ো শত কোটি ছাড়ালো
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
গুগল প্লে স্টোরে ভিডিও চ্যাটিং অ্যাপ ডুয়ো’র ডাউনলোড সংখ্যা শতকোটি ছাড়িয়েছে।
২০১৬ সালে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল এই অ্যাপ বাজারে আনে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ অ্যালো’র সঙ্গে এই অ্যাপটিও আনে গুগল।
শনিবার প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর প্রতিবেদনে বলা হয়, “ছয় মাস আগে ডুয়োর ডাউনলোড সংখ্যা ৫০ কোটি হয়, এই সময়ের মধ্যে আরও ৫০ কোটি ডাউনলোড হওয়াটা খুবই চমৎকার।”
২০১৮ সালে প্রতিষ্ঠানটি ডুয়ো সমর্থিত আইপ্যাড, অ্যান্ড্রয়েড ট্যাবলেট, ক্রোমবুক আর স্মার্ট ডিসপ্লে বাজারে এনেছে।
২০১৬ সালে নিজস্ব এই ভিডিও কলিং অ্যাপ ডুয়ো চালু করে গুগল। এক সপ্তাহের মধ্যেই অ্যাপটি গুগল প্লে স্টোর-এর বিনামূল্যের ডাউনলোড করা অ্যাপগুলোর তালিকায় শীর্ষে উঠে আসে।
এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তাদের মেসেজিং অ্যাপ অ্যালো ২০১৯ সালের মার্চ থেকে আর কাজ করবে না।
অ্যান্ড্রয়েড মেসেজিং ও ভিডিও কলিং অ্যাপ ডুয়ো উন্নত করতে জোর দেওয়ায় এই পদক্ষেপ নিচ্ছে তারা।