April 30, 2025, 5:22 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত যশোরে ডাক্তার পরিচয়ে বিয়ের প্রলোভনে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে ১৩৯ তম পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙ্গনের ১৫টি ঘর বিলীন: যুক্তরাজ্য প্রবাসী কামালের প্রতারনার শিকার বাগবাড়ী এলাকার বাসিন্দা হাছনা বেগম যশোরের শার্শা উপজেলায় ইরিধান কাটা শুরু হয়েছে। ব্যস্ততা সময় পার করচ্ছে কৃষকরা মৌলভীবাজারে ডাকিাতি মামলায় তিন আসামী গ্রেফতার

আবার ছন্দে ফিরেছেন হৃদয়

আবার ছন্দে ফিরেছেন হৃদয়

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি প্রজন্মের অন্যতম মিউজিক সেনসেশন হৃদয় খান। ‘চাইনা মেয়ে’ গানটির মাধ্যমে দেশীয় সংগীতজগতে বিস্ময়কর উত্থান হৃদয়ের। এরপর ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে গেছেন এ শিল্পী। অডিওর পাশাপাশি ভিডিওতেও অন্যরকম হৃদয়কে আবিষ্কার করা গেছে। প্রতিটি মিউজিক ভিডিওতে তার পারফরমেন্সও প্রশংসিত হয়েছে। তবে মধ্যে ব্যক্তিগত কারণে কয়েক মাস গানে তেমন একটা সময় দেননি হৃদয়।

সম্প্রতি আবার তিনি ছন্দে ফিরেছেন। গানে শতভাগ মনোযোগী হয়েছেন এ সংগীত তারকা। তারই ছাপ পাওয়া গেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালেতে হৃদয়ের পারফরমেন্সে। এককথায় অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। সঙ্গে ছিলেন তারই ছোট ভাই সংগীতশিল্পী প্রত্যয় খান ও চলতি প্রজন্মের শিল্পী তাসনিম আনিকা। শুধু সরাসরিই নয়, হৃদয়ের এই পারফরমেন্স প্রশংসিত হয়েছে ইউটিউবেও। আগের থেকে অনেক ম্যাচিউরড হৃদয়কে এ পারফরমেন্সে আবিষ্কার করা গেছে। এদিকে এ সংগীততারকা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বেশ কিছু গান নিয়ে। প্রতিদিনই নতুন নতুন ট্র্যাক তৈরি করছেন নিজের স্টুডিওতে। নিজের কণ্ঠে কয়েকটি গানের কাজ এরইমধ্যে শেষ করেছেন। পাশাপাশি করছেন জিঙ্গেলের কাজও। কয়েকটি সিনেমার গানের প্রস্তাবও রয়েছে তার কাছে। ব্যাটে-বলে মিলে গেলে করে ফেলবেন। আর স্টেজ-শো তো নিয়মিতই করছেন হৃদয়। সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় এখন গানে পার করছেন তিনি। এ বিষয়ে হৃদয় খান বলেন, নিয়মিত গান করছি। নিজের জন্য কয়েকটি ট্র্যাক করেছি। আবার কয়েকজন শিল্পীর জন্যও কাজ করছি। আসলে গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবেও আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। এখানে একটি চ্যালেঞ্জও থাকে। এ ছাড়া সিনেমার গান ও জিঙ্গেলের কাজ করছি। সব মিলিয়ে বলতে পারেন এখন অনেক ব্যস্ত। আর স্টেজ-শোর চাপও বেশ। আর নতুন গান নিয়ে আশা করছি শীতেই শ্রোতা-দর্শকদের মধ্যে হাজির হবো।

Share Button

     এ জাতীয় আরো খবর