January 5, 2025, 8:48 am

সংবাদ শিরোনাম

স্যামসাং টিভিতে ‘ইনপুট’ সমর্থন আনছে

স্যামসাং টিভিতে ‘ইনপুট’ সমর্থন আনছে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

২০১৯ সালে টিভির জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে স্যামসাং। এর মাধ্যমে টিভি থেকে পিসি, ট্যাবলেট এবং স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক।

স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয় ‘রিমোট অ্যাকসেস’ ফিচারের মাধ্যমে কিবোর্ড বা মাউসের মতো অ্যাকসেসোরি টিভিতে যুক্ত করতে পারবেন গ্রাহক। এর ফলে টিভি থেকে পিসির গেইম খেলতে বা ওয়েবভিত্তিক অফিস সেবাগুলো বড় পর্দায় দেখতে পারবেন গ্রাহক– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

স্যামসাংয়ের এই ফিচারটি ঠিক কীভাবে কাজ করবে তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ডিভাইসগুলোতে এই ফিচারের সুবিধা নিতে ভিন্ন ভিন্ন অ্যাপ ইনস্টল করতে হবে।

বিশ্বের যেকোনো জায়গায় এই রিমোট অ্যাকসেস ফিচার কাজ করবে বলেও জানিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। ‘ভিএমওয়্যার’ এবং স্যামসাংয়ের ভার্চুয়াল ডেস্কটপ কাঠামোর মধ্যে অংশীদারিত্বের কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

এই ফিচারের ধারণাটি হলো- গ্রাহক যেকোনো স্থান থেকে তাদের ডেস্কটপ দেখতে পারবেন এবং একবার সেশন থেকে লগ আউট হলেই এটি রিসেট হয়ে যাবে।

গ্রাহক যদি এইচডিএমআই কেবল ছাড়া টিভিতে গেইম খেলতে চান তবে স্যামসাংয়ের এই সমাধান কার্যকরি হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর