মোঃ মানিক-চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধিঃ
এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিরিরবন্দরে ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৯
টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। জানাগেছে, চিরিরবন্দরে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়,দূর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয় দুইটি কেন্দ্র ছাড়া বাকী সব গুলো ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে । মোট ৭১ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৯টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে জানিয়েছে পুলিশ ।অতীতে ওইসব কেন্দ্রে সহিংসতা ,যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবন্থাপনা বিভিন্ন দিক বিবেচনায় রেখে এই তালিকা করা হয়েছে । ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপওা ভোটগ্রহনের সরঞ্জাম আনা-নেওয়ার ক্ষেত্রে বিকল্প ব্যবন্থা রাখা হয়েছে । চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ হারেছুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাওার ব্যবন্থা নেওয়া হয়েছে ।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল