January 16, 2025, 2:59 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

ধানের শীষের পক্ষে ‘ভোট বিপ্লব’ ঘটানোর আহ্বান ড. কামালের

ধানের শীষের পক্ষে ‘ভোট বিপ্লব’ ঘটানোর আহ্বান ড. কামালের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ভোটের প্রচারের শেষ দিন সংবাদ সম্মেলনে এসে মানুষকে ধানের শীষের পক্ষে ‘ভোট বিপ্লব’ ঘটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ধানের শীষ দলের নয়, ঐক্যবদ্ধ জনগণের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে দেশকে মুক্ত করুন। নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ জানিয়ে আসা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকার পুরানা পল্টনের জামান টাওয়ারে কামালের কার্যালয়ে ‘জরুরি’ বৈঠকে বসেন। নির্বাচনের দুদিন আগে কামাল ‘জরুরি’ বৈঠক ডাকায় তৈরি হয় গুঞ্জন। তবে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে ভোটের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কামাল হোসেন দেশের মানুষকে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে নিয়ে ‘ভোট বিপ্লবে’ অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোট বিপ্লবের মাধ্যমে দেশ দলীয়করণ মুক্ত হবে এবং দেশের মালিক হবে জনগণ। জনগণ পরিবর্তন চায় কি না, সেই সিদ্ধান্ত রোববার তাদের নিতে হবে বলে মন্তব্য করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। ড. কামাল হোসেন বলেন, আমরা আশা দেখছি আমরা পরিবর্তন আনতে পারব। তিনি বলেন, এবারের নির্বাচন হলো একাত্তরের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। আর এ নিবাচনের পরিবর্তন আনবে এ দেশের ১৬-১৭ কোটি জনগণ। ঐক্যফ্রন্টের প্রধান বলেন, সারা দেশ থেকে ফোন আসে, সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিন্তু যখন শুনি কোথাও কোথাও গ্রেফতার করা হচ্ছে তখন ঘৃণা লাগে। ড. কামাল হোসেন বলেন, মাঝে মাঝে উন্নয়নের বক্তব্য শুনতে পাই, এটা নিয়ে আমি নেতিবাচক কিছু বলতে চাই না। কিন্তু মানুষের মৌলিক, মানবিক, গণতান্ত্রিক অধিকার না থাকলে উন্নয়ন সম্ভব হয় না। উন্নয়ন চান, না গণতন্ত্র চান? এটা ৪৯ বছর আগের স্লোগান। এটা আইয়ুব খানের স্লোগান, আমরা তো আইয়ুব খানকে ভুলে গেছি। আপনারাও ভুলে গেছেন। কিন্তু উনিতো (শেখ হাসিনা) সেই স্লোগান বলেই যাচ্ছে। ড. কামাল বলেন, যারা গণতন্ত্রকে খাটো করে বলে উন্নয়ন না গণতন্ত্র এটা আইয়ুব খানের কথা, এটা স্বৈরশাসকের কথা। এটা কখনো বাংলাদেশের জনগণের কথা হতে পারে না। তিনি বলেন, উন্নয়ন ভালো কথা কিন্তু সেটি হবে সবার স্বার্থে। সবার মানে শুধু উপর তলার লোকদের জন্য না, সকল শ্রেণি-পেশার মানুষের জন্য। গণফোরামের প্রধান আরো বলেন, নির্বাচনই নিশ্চিত করবে জনগণের মালিকানা। আমরা উন্নয়নও চাই। তাই বলে গণতন্ত্র বাদ দিয়ে নয়। তারা যদি মনে করে উন্নয়ন করেছে, জনগণের ভোট পাবে তাহলে এত ৩ নম্বরি কাজ কেন? আসলে ক্ষমতা হারানোর ভয়ে তারা ভয়ভীতি তৈরি করছে। জনগণের কাছে আমার আবেদন, আপনারা সাহস করুন, এগিয়ে আসুন। এটা আমাদের অধিকার। আমরা বেদখল হব না। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে মালিকানা পেয়েছি সেটা আমরা ছেড়ে দেব না। এটা আমাদের কাছে তাদের আমানত, এটা আমরা ছাড়তে পারি না। মালিকানা ধরে রাখার দায়িত্ব এখন আমাদের। প্রশাসনের বিষয়ে ড. কামাল বলেন, আমরা স্বাধীন দেশে এ প্রশাসন চাইনি। আমরা চেয়েছি প্রশাসন কাজ করবে জনগণের জন্য, দলের জন্য নয়। আজ সবকিছু দলীয়করণ করা হয়েছে, আমরা এ দলীয়করণ থেকে বের হয়ে আসতে চাই। আমরা ৩০ ডিসেম্বর ইনশা আল্লাহ ভোট দিয়ে দলীয়করণ থেকে বের হয়ে আসব। আপনারা সবাই ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেন, ঐক্যবদ্ধ জনগণের পক্ষে ভোট দিন। ধানের শীষ এটা কোনে দলের না এটা ঐক্যের প্রতীক, তাই ধানের শীষে ভোট দিন। ড. কামাল হোসেন বলেন, আমরা সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী হয়েছি। বাংলার মানুষ কখনো বন্দুকের কাছে মাথা নত করেনি, এবারও করবে না। আপনারা সকাল থেকে মাঠে থাকবেন, ভোট গণনা শেষ না হওয়া পযন্ত। ১৬ ডিসেম্বরের পর ৩০ ডিসেম্বর হবে আরেক বিজয় দিবস। আমরা ৩০ ডিসেম্বর বিজয় অর্জন করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, ড. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে। এছাড়া বিকল্প ধারার একাংশের নেতা অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীও ঐক্যফ্রন্টের বৈঠকে অংশ নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর