April 26, 2025, 12:36 am

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

রেলপথে আন্তঃনগর ট্রেনের ৪দিনের তীব্র টিকেট সংকট

রেলপথে আন্তঃনগর ট্রেনের ৪দিনের তীব্র টিকেট সংকট
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

সিলেট- আখাউড়া রেলপথে ঢাকা ও চট্রগ্রাম অভিমুখী সকল আন্তঃনগর ট্রেনে টানা ৪ দিনের তীব্র টিকেট সংকট শুরু হয়েছে। ঢাকা ও চট্রগ্রাম অভিমুখী দূর পাল্লার কোন স্টেশনের আগাম টিকেট চেয়ে না পেয়ে সাধারন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গল স্টেশন ও সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়- ১৬ নভেম্বর বৃহস্পতিবার, ১৭ নভেম্বর শুক্রবার, ১৮ নভেম্বর শনিবার ও ১৯ নভেম্বও রোববার পর্যন্ত সিলেট থেকে ঢাকা অভিমুখী দিনের বেলার আন্তনগর কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেসের টিকেট নেই। আগেই যাত্রীরা এসব ট্রেনের টিকেট কিনে নিয়েছেন। রাতের বেলা ঢাকা অভিমুখী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনেরও কোন আসন খালি নেই। অনুরুপভাবে ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেসে কোন আসন খালি নেই। একই তারিখে সিলেট থেকে চট্রগ্রাম অভিমুকী দিনের পাহাড়িকা এক্সপ্রেস ও রাতের উদয়ন এক্সপ্রেসে ট্রেনে কোন আসন খালি নেই। চট্রগ্রাম থেকেও এই চারদিনে সিলেট অভিুমখী আন্তনগর পাহাড়িকা ও উদয় এক্সপ্রেস ট্রেনের আসন খালি নেই। সেব যাত্রী আগে টিকেট কিনে নিয়েছেন তারা ব্যতীত বাকী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অনেক যাত্রী আছেন জরুরী ভিত্তিতে ট্রেন ঢাকা ও চট্রগ্রাম যেতে হয় টিকেট সংকটের কারণে তাদেও দুর্ভোগ বেশী। ট্রেন যাত্রী আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, সিদ্দিকুর রহমানসহ অনেকেই বলেন- আসলে যাত্রীর চাহিদার তুলনায় ট্রেনগুলো বগি ও আসন স্বল্পতায় এস সমস্যার সৃষ্টি। ঢাকার সাথে দিবারাত্রি ট্রেনের বিকল্প হিসাবে বাসযোগে যাতায়াত করা গেলেও চট্রগ্রামের সাথে এ সুযোগ নেই। ফলে অনেকেই বাধ্য হয়ে ট্রেন আসন বিহিন টিকেট কিনে সারাপথ দাঁড়িয়ে যেতে হয়। অনেক যাত্রী আবার বলেন, বাসের তুলনায় ট্রেন ভ্রমণ আরামদায়ক ও অনেকটা নিরাপদ বলে এ সমস্যার মাঝে বাধ্য হয়ে আসন বিহিন টিকেট নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ, শ্রীমঙ্গল স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন ও সিলেট স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান এই চার দিনে ঢাকা ও চট্রগ্রাম অভিমুখী সকল আন্তনগর ট্রেনের টিকেট সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন- এমনিকেই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার কোন ট্রেন আসন খালি থাকে না। তার উপর এ সপ্তাহে সিলেট, ঢাকা ও চট্রগ্রামে বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে আগেই টিকেট বিক্রি হয়ে গেছে। এর সাথে যোগ হয়েছে শুল্ক বিভাগে নিয়োগ পরীক্ষা ও বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা। ফলে আকস্মিকভাবে ট্রেনের টিকেট সংকট দেখা দেয়। ট্রেনগুলো বাড়তি বগি সংযোজন করে আসন বাড়ালে এ সমস্যার অনেকটা সমাধান হতে পারে বলেও নাম প্রকাশ না করে একজন রেল কর্মচারী জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর