November 15, 2025, 2:08 am

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

গান গাইতে পারছেন না শাকিরা

গান গাইতে পারছেন না শাকিরা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গান গাইতে পারছেন না পপ তারকা শাকিরা। হ্যাঁ, ঘটনা সত্যি! তাঁর কণ্ঠে সমস্যা হচ্ছে। চিকিৎসক তাঁর কণ্ঠকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন। জানা গেছে, অতিরিক্ত সংগীতচর্চার কারণে তাঁর কণ্ঠের সমস্যা হচ্ছে। তাঁর গলায় রক্তক্ষরণ হয়েছে। শাকিরার ‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ শুরু হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। গত ২৭ জুন এই সফরের ঘোষণা দেন শাকিরা। পরিকল্পনা অনুযায়ী আগামি ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শাকিরার এই সংগীত সফরে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে ৩৪টি কনসার্ট হবে।

পাঁচ মাস ধরে এই সংগীত সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন শাকিরা। আর তাতেই ঘটেছে বিপত্তি। গত জুলাই মাসে যখন প্রস্তুতি শুরু হয়, তখন শাকিরার কণ্ঠের অবস্থা ভালো ছিল। কিন্তু অক্টোবর মাসের শেষ দিকে তাঁর কণ্ঠের সমস্যা শুরু হয়। বাধ্য হয়ে এই ‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করতে হলো।

এই সংগীত সফর বাতিলের খবর গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা বার্তার মাধ্যমে সবাইকে নিজেই জানিয়েছেন শাকিরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন গান গাওয়া থেকে বিরত থাকছেন তিনি। এমনকি তাঁকে কথা বলতেও নিষেধ করা হয়েছে। এ অবস্থায় কোনোভাবেই তাঁর পক্ষে কনসার্টে অংশ নেওয়া সম্ভব না। তাই ইউরোপে যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শাকিরা। আয়োজকদের মতে, ‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ শুরু হবে ২০১৮ সালের জানুয়ারি মাসে। পিপল, ডেইলি মেইল

 

Share Button

     এ জাতীয় আরো খবর