January 16, 2025, 2:09 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

ড. কামাল হোসেন অবাস্তব কথা বলেন : তোফায়েল

ড. কামাল হোসেন অবাস্তব কথা বলেন : তোফায়েল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ড. কামাল হোসেন অনেক অবাস্তব কথা বলেন। হঠাৎ করে ক্ষেপে যান। তিনি সাংবাদিকদের খামোশ বলেছেন। তার কোন নীতি না থাকার কারণে মানুষ তাকে ধিক্কার দিচ্ছে। তোফায়েল আহমেদ গতকাল শনিবার সকালে শহরের সদর রোড এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, ড. কামাল এখন স্বাধীনতা বিরোধী এবং বঙ্গবন্ধুর খুনীদের সঙ্গে হাত মিলিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি কোথায় ছিলেন, এই প্রশ্ন এখন উঠেছে। মানুষ তাকে এখন ঘৃণা করতে শুরু করেছে। তিনি যদি বিএনপিকে উদ্ধার করার চেষ্টা না করত তাহলে মানুষ তাকে অসম্মান করত না। তোফায়েল ভোলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ভোলা-চরফ্যাসন সড়ক ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছে। ভোলা থেকে ইলিশা-জংসন রাস্তা আমাদের করা। ভোলার রাস্তা-ঘাট-পুল-কালভার্ট যা প্রয়োজন ছিল ইতোমধ্যে সম্পন্ন করেছি। ভোলার প্রত্যেকটি গ্রাম এখন শহর। রাস্তা পাকা, ঘরে ঘরে বিদ্যুৎ থাকায় মানুষ অনেক সুখে রয়েছে। তিনি আরো বলেন, বিএনপি-জাতীয় পার্টিও দেশে ক্ষমতায় ছিল, কিন্তু ভোলার উন্নয়ন করেনি। আমরাই প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ২০০ কোটি টাকা ব্যায়ে এখানকার নদী ভাঙ্গন রোধ করেছি। তার কারণে নদী পাড়ের মানুষের মুখে হাঁসি ফুটেছে। আমি যখন সেখানে যাই, মানুষ আমাকে আনন্দে বুকে জড়িয়ে নেয়। বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে ভোলার ৪টি সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। আসন্ন নির্বাচনে মানুষ তার মূল্যায়ন করবে। ইনশাল্লাহ আবারো আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করবে। এসময় পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপনসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর