January 16, 2025, 4:42 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

বিএনপি অফিস এখন মনোনয়ন বাণিজ্যের হাট: হাছান

বিএনপি অফিস এখন মনোনয়ন বাণিজ্যের হাট: হাছান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির নয়াপল্টন অফিস ও গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় এখন মনোনয়ন বাণিজ্যের হাটে রুপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দিয়েছে। চূড়ান্ত বাছাইয়ের পর ৫৫৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। যা দেশের রাজনীতির ইতিহাসে কখনো ঘটেনি। আর এখন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শোনা যাচ্ছে, যারা যতো বেশি চাঁদা দিতে পারছে তাদেরই বিএনপি মনোনয়ন দিচ্ছে। তিনি বলেন, বিএনপি যেভাবে মনোনয়ন দিচ্ছে, সেটি দেশের রাজনীতির জন্য কলঙ্কজনক এবং অশুভ। যারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বাণিজ্য করে তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেশটাই তো বেঁচে দেবে। সুতরাং এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তারা (বিএনপি) এমনকি অনেক ঋণখেলাপি, ১০ বছরের দ-প্রাপ্ত আসামি এবং ওয়াদুদ ভূঁইয়া যিনি ২০ বছরের কারাদ-প্রাপ্ত তাকেও নমিনেশন দিয়েছে। আওয়ামী লীগের সবপর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনকে সবসময় সিরিয়াসলি নিতে হবে। আমরা যদি নির্বাচনকে সিরিয়াসলি না নিই, তবে সেটি ভুল হবে। কারণ প্রতিপক্ষকে দুর্বল মনে করলে নিজের প্রস্তুতি ভালো হবে না। এসময় তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সংগঠনের সহ-সভাপতি অভিনেত্রী রোকেয়া প্রাচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর