বিএনপি হলেই অবৈধ আর আ. লীগ হলেই বৈধ: রিজভী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচন কমিশন খোলস ভেঙে তাদের আওয়ামী চেহারাটা ততটাই উন্মোচিত হয়ে পড়ছে। এর একটি ড্রেস রিহার্সেল হয়ে গেল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিপুলসংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিলের মধ্য দিয়ে। বিএনপির প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র কেবল যাচাই-বাছাই হয়েছে এবং বাতিল করা হয়েছে গণহারে। আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়নি। বিষয়টি এমন ছিল যে বিএনপি হলেই অবৈধ আর আওয়ামী লীগের প্রার্থী হলেই বৈধ। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। রুহুল কবির রিজভী বলেন, এইচ টি ইমাম সরকারের সব অপকর্মের হোতা। ছেলে তানভীর ইমামকে দিয়ে উল্লাপাড়ায় তা-ব চালাচ্ছে। নুরুল হুদা কমিশন আওয়ামী লীগের মতো কাজ করছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করছে না। রেজা কিবরিয়ার মনোনয়নপত্র পাঁচ হাজার টাকার জন্য বাতিল হলেও এক কোটি টাকা ঋণ থাকলেও মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ইসি সচিব নিজের নিরাপত্তা দাবি করলেও জনগণের নিরাপত্তা নিয়ে ভাবছেন কি না প্রশ্ন। জনপ্রশাসন ও পুলিশে নৈতিক কা-জ্ঞানসম্পন্ন মানুষ এখনো আছে বলেও আশা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি আরো বলেন, পুরো পরিস্থিতি বদলে যাবে। সুবিধাভোগী কিছু কর্মকর্তা ছাড়া মানুষের অধিকারের ব্যাপারে জনপ্রশাসন ও পুলিশের সবাই বাধা হয়ে দাঁড়াবে না। তরুণ ভোটাররা ভোট দিয়ে জালিমশাহির পতন ঘটাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ভোট হচ্ছে জনগণের শক্তি। সব জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। জেল-জুলুম হুলিয়া, গ্রেফতার, হুমকি ও গুম-খুনের ভয়কে জয় করে সব প্রতিকূল পরিবেশের মধ্যেও ভোটাররা বেরিয়ে এসে সাহসের ভোটকেন্দ্রে যাবেন।