জিওনির শক্তিশালী ব্যাটারির ফোন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি শক্তিশালী ব্যাটারিতে নতুন একটি ফোন আনছে। মডেল জিওনি জিএন৫০০০৭। সম্প্রতি এই ফোনটি চীনের সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-এ তালিকাভুক্ত হয়েছে।
ফোনটিতে ৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এর রেজুলেশন ১৪৪০দ্ধ৭২০ পিক্সেল। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সম্বলিত এই ফোনটিতে ৪ জিবি র্যাম থাকছে।
জিওনির নতুন এই ফোনটিতে ১.৪ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর সংযোজন করা হবে। এর বিল্টইন মেমোরি হবে ৩২ জিবির।
ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।
ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট ভার্সনে চলবে।