July 27, 2024, 8:45 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কুষ্টিয়া-ঝিনাইদহসহ ৮ জেলায় গম চাষে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া-ঝিনাইদহসহ ৮ জেলায় গম চাষে নিষেধাজ্ঞা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুষ্টিয়াসহ দক্ষিণাঞ্চলের ৮ জেলায় গম চাষে নিষেধাজ্ঞা জারী করেছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই নির্দেশনা কৃষি সংশ্লিষ্ট সকল বিভাগকে জানিয়ে দেয়া হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন গমে ব্লাস্ট সংক্রমনের ফলে কুষ্টিয়াসহ ৭ জেলায় গম চাষ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। জেলা গুলো হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুড়া, নড়াইল। মেহেরপুর জেলায় এমন সংক্রমন দেখা দিলেও এ সকল জেলায় পরপর ৩ বছর গম চাষ না করার নির্দেশনা আসে কৃষি মন্ত্রণালয়ের। কিন্তু কৃষি বিভাগের সেই নির্দেশনা সত্বেও গত বছর এ অঞ্চলের কৃষকরা গম চাষ করে ব্যাপক ফলন পান। ভাল ফলন পাওয়ায় এবারও গম চাষে আগাম প্রস্তুতি নিয়েছে কৃষকরা। তবে বিএডিসি বীজ সরবরাহ বন্ধ রাখায় চাষীদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে। বীজ না পেয়ে দোকানে দোকানে কৃষকের ভীড় করতে দেখা গেছে। বিএডিসি কর্মকর্তাদের দাবী এ সকল অঞ্চলে বিএডিসি বীজ বরাদ্দ দিলেও মন্ত্রণালয়ের নির্দেশের পর বীজের সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কৃষি বিভাগের এমন সিদ্ধান্তে হতাশ চাষীরা।বীজ না পাওয়ায় হতাশার কথা জানিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়-রা গ্রামের লুৎফর শেখ। তিনি জানান গত বছর ৩ বিঘা জমিতে গমের আবাদ করে ভালো ফলন পেয়েছিলাম। এবারও গমের আবাদ করব বলে বীজ কিনতে এসেছি দোকানে। কিন্তু সরকার বীজ না দেয়ায়, বীজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছি।বীজ নিতে আসা আরেক চাষী হাবিবুর রহমান জানান, গমের আবাদের বিষয়ে আমাদেরকে কোন পরামর্শ দেয়নি কৃষি বিভাগ। কিন্তু হঠাৎ করেই বিএডিসি’র বীজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা বিপাকে পড়েছি। বিভিন্ন কোম্পানীর বীজ বেশি দামে কিনে তা আবাদ করতে হচ্ছে।বিএডিসি’র উপ-পরিচালক (বীজ ও বিপনন) এ.কে.এম কামরুজ্জামান জানান, কুষ্টিয়া অঞ্চলে এবার গমের বীজের বরাদ্দ নেই। বিএডিসি প্রথমে বীজ বরাদ্দ দিলেও মন্ত্রণালয়ের নির্দেশের পর বীজের সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সে কারণে কৃষক এবং ডিলারদের মাঝে বীজ সরবরাহ করা যাচ্ছে না। তাছাড়া কৃষি বিভাগ থেকেও গম উৎপাদনের বিষয়ে কোন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়নি। বিএডিসি’র ডিলার সাগর আহমেদ জানান, বিএডিসি বীজ সরবরাহ বন্ধ করে দেয়ায় চাষীরা বীজ নিতে এসে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তাছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে কোন পরামর্শও নেই গম চাষের বিষয়ে। কুষ্টিয়া বীজ ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম সিদ্দিকী বলেন, চাষী পর্যায়ে গম বীজের ব্যাপক চাহিদা আছে। প্রতিদিন গম বীজ কিনতে চাষীরা দোকানে ভীড় করছেন। কিন্তু বিএডিসি গম বীজ বিতরণ না করায় আমরা চাষীদের বীজ দিতে পারছি না।কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃ দেবনাথ জানান, ২০১৫ সালে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ দেশের বেশ কিছু জেলায় গমে ব্লাষ্ট রোগ শনাক্ত হয়। এর ফলে কৃষি বিভাগ থেকে গম চাষে বিরত থাকতে চাষীদের পরামর্শ দেয়া হয়েছিল। বিশেষ করে বারি ২৬ জাতের গম চাষ না করার কঠোর নির্দেশনা ছিল। পরের বছরের বীজ শোধন করে বপনের নির্দেশনা দেয়া হলেও কিছুকিছু জমি পুনরায় এ রোগে আক্রান্ত হয়। গত বছর জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল গমের ফলনও ছিল ভালো। তবে যেহেতু কৃষি বিভাগের নির্দেশনা পর পর তিন মৌসুম গম চাষ কর যাবে না। সেই কারণে এবারও গম চাষে নির্দেশনা দেয়া হচ্ছে না। তবে ওই কর্মকর্তা জানান, যারা গমের আবাদ করতে ইচ্ছুক তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছেনা। অবশ্য যারা গম উৎপাদনে ইচ্ছুক তাদেরকে বিরতও থাকতে বলা হচ্ছেনা।কৃষি বিভাগের আরেক কর্মকর্তা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক (শস্য) কৃষিবিদ হায়াত মাহামুদ বলেন, যারা গমের আবাদ করবেন তাদেরকে বীজ শোধন করে আবাদের পরামর্শ দেয়া হচ্ছে। তবে বারি ২৬ জাতসহ যেসব গমে ব্লাস্টের সংক্রমন দেখা দিয়েছে সেইসব জাতের গমের আবাদ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে বারি-২৮, ২৯ ও ৩০ জাতের গম আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে চাষীদের। এসব জাতের গমে ব্লাস্টের সংক্রমন নেই। অবশ্য আরো কিছুকিছু জাত রয়েছে সেই সব জাতের গম আবাদের পরামর্শ দেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর