ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বখাটে গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পাবনার ভাঙ্গুড়ায় সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে (২৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে জগাই দাস (৩৫) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কৈডাঙ্গা নদীপাড়া গ্রামের হিন্দু পল্লীর মনিন্দ্রনাথ দাসের পুত্র। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৈডাঙ্গা নদী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বখাটে দীর্ঘ দিন ধরে একই মহল্লার এক সন্তানের জননী ওই গৃহবধূকে উত্তক্ত্য করে আসছিল। গত সোমবার গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বখাটে জগাই দাস গভীর রাতে তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ওই বখাটে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে দিকে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের করলে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। ভাঙ্গুড়া থানা কর্মকর্তা ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ভাঙ্গুড়া থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।