পাঠানো বার্তা মুছতে দেবে ফেইসবুক
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
মেসেঞ্জারে পাঠানো বার্তা মুছে ফেলার সুযোগ দিতে নতুন ফিচার চালু করতে যাচ্ছে ফেইসবুক।
নতুন ফিচারের মাধ্যমে কাউকে ভুল বার্তা পাঠানোর ১০ মিনিটের মধ্যে তা মুছে ফেলতে পারবেন গ্রাহক– খবর প্রযুক্তি সাইট ভার্জের। মেসেঞ্জারের ১৯১.০ আইওএস সংস্করণের রিলিজ নোটে নতুন এই ফিচারটি ‘শীঘ্রই আসছে’ বলে তালিকাবদ্ধ করা হয়েছে। ইতোমধ্যেই একই ধরনের ফিচার রয়েছে ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ-এ। তবে পাঠানো বার্তা মুছে ফেলতে হোয়াটসঅ্যাপ-এ এক ঘন্টা সময় পান গ্রাহক। মেসেঞ্জারের ক্ষেত্রে সময় দেওয়া হচ্ছে ১০ মিনিট। ভার্জের প্রতিবেদনে বলা হয়, নিজের ভুল শুধরানোর জন্য ১০ মিনিট খুব বেশি সময় না হলেও নিজের ভুল পুরো পাকাপোক্ত করার চেয়ে ভালো। চলতি বছরের এপ্রিল মাস থেকেই আলোচনা চলছে এই ফিচারটি নিয়ে। ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের পাঠানো বার্তা গোপনে মুছে ফেলার বিষয়টি পরবর্তীতে স্বীকার করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এরপর থেকেই ফিচারটি নিয়ে আলোচনা শুরু হয়। এ বছরের অক্টোবর মাসে ফিচারটি পরীক্ষার সময় প্রথম এটি নজরে আসে।