December 28, 2024, 11:25 pm

২০২০ সালে আইফোনে থাকবে ৫জি?

২০২০ সালে আইফোনে থাকবে ৫জি?

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

২০২০ সালে নিজেদের প্রথম ৫জি সমর্থনযোগ্য স্মার্টফোন আনতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এফসিসি অ্যাপলকে ৫জি প্রযুক্তি নিয়ে পরীক্ষার অনুমতি দেয়। ব্যবসা-বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ফাস্ট কোম্পানি’র প্রতিবেদনে বলা হয়, ‘অ্যাপলের পরিকল্পনা সম্পর্কে জানে এমন উৎস’ থেকে জানা গিয়েছে ২০২০ সালে এই স্মার্টফোন বাজারে ছাড়া হবে। এই প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপল এই আইফোনের জন্য ইনটেলের ৮১৬১ ৫জি মডেম চিপ ব্যবহার করার পরিকল্পনা করছে। যদিও এক্ষেত্রে উত্তপ্ত হয়ে যাওয়া নিয়ে থাকা কারিগরি ত্রুটি সমাধানের বিষয় রয়েছে। বিকল্প হিসেবে মিডিয়াটেক-এর সঙ্গেও আলাপ চালাচ্ছে মার্কিন টেক জায়ান্টটি। ২০১৮ সালের আইফোনগুলোতে মডেমের জন্য ইনটেলের চিপ ব্যবহার করছে অ্যাপল। তবে ২০২০ মডেলে অ্যাপল ইনটেলের ব্লুটুথ আর ওয়াই-ফাই চিপ ব্যবহার করবে না, এমনটাই বলা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

Share Button

     এ জাতীয় আরো খবর