নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিতাই ইউনিয়নের ফড়ণ্ডয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মজিদুল ইসলাম ধওলার পুত্র বলে জনা গেছে। নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান জানায়, কাঁঠাল গাছে উঠে ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের তারে লেগে সংযোগ স্থাপন হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গোলাম রবাবনীর মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।