March 21, 2025, 9:48 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত প্রশ্নে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত প্রশ্নে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিতর্কিত প্রশ্নে নেওয়া ভর্তিপরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিতর্কিত দুটি প্রশ্নের নম্বর সবাইকে দেওয়া হয়েছে বলে অনুষদের ডিন মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ডিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিপরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী ২৫০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামি ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় চারুকলা অনুষদে। সাক্ষাৎকারের জন্য ১২ নভেম্বরের মধ্যে অনলাইনে বিষয় নির্বাচন ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মুদ্রিত বিষয় নির্বাচন ফরম, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র, এইচএসসি বা সমমান নিবন্ধন পত্রের মূল কপি, ভর্তিপরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক সত্যায়িত প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। গত ২৫ অক্টোবরের এ ভর্তিপরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে চার হাজার ৩২ জন অংশ নেন। প্রশ্নপত্রের ২ নম্বর সেটের ৪১ ও ৭৬ নম্বর প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ তোলেন অনেকে। ৪১ নম্বর প্রশ্নটি ছিল – মুসলমান রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে? ৭৬ নম্বরে প্রশ্ন করা হয় – বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উত্তরের জন্য দেওয়া চারটি বিকল্প ছিল: (ক) পবিত্র কুরআন শরীফ (খ) পবিত্র বাইবেল (গ) পবিত্র ইঞ্জিল (ঘ) গীতা। গীতার আগে ‘পবিত্র’ ছিল না। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এ দুটি প্রশ্নকে ‘সাম্প্রদায়িক’ অভিহিত করে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে। বিতর্কিত দুটি প্রশ্নের নম্বর সম্পর্কে ডিন মোস্তাফিজুর রহমান বলেন, সব পরিক্ষার্থীকে এ দুটি প্রশ্নের নম্বর দিয়ে দেওয়া হয়েছে। আর ঘটনা তদন্তে গত ২৮ অক্টোবর উপ-উপাচার্য আনন্দ কুমার সাহাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামি ১৩ নভেম্বর প্রতিবেদন দেওয়ার শেষ দিন। বিষয়টি এখনও ‘তদন্তাধীন’ বলে ডিন জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর