July 27, 2024, 1:03 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

জঙ্গিবাদকে দেশ থেকে চিরতরে বিদায় জানানো হবে: আইজিপি

জঙ্গিবাদকে দেশ থেকে চিরতরে বিদায় জানানো হবে: আইজিপি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের মূলশক্তির যে বিষদাঁত ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। দ্রুত দেশ থেকে জঙ্গিবাদকে চিরতরে বিদায় জানানো হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশে জঙ্গিরা যেভাবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে, কিছু দুর্বৃত্ত নিহত হয়েছেন। দেশ থেকে আজ জঙ্গিদের নিশ্চিহ্ন করা হয়েছে। দেশে আজ জঙ্গিদের হামলার আশঙ্কা নেই। তিনি গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক এম খুরশিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। শিবগঞ্জ থানার চারতলা বিশিষ্ট এ ভবন (আটতলা ভিত্তির) নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি ৩০ লাখ টাকা। ভবন উদ্বোধন শেষে দুপুরে আইজিপি শিবগঞ্জ স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং এর একটি সভায় যোগ দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর