April 27, 2025, 7:59 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

৭০ বছর পর ভূমি মালিকানার দলিল হাতে পেল বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা

৭০ বছর পর ভূমি মালিকানার দলিল হাতে পেল বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

৭০ বছর পর ভূমি মালিকানার দলিলাদি হাতে পেয়েছে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। দীর্ঘ সময় নাগরিকত্বহীন থেকে সকল নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলো তারা। দলিলাদি হাতে পেয়ে তাই তাদের ভেতর এখন আনন্দের জোয়ার বইছে। জমির খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা হাতে পাওয়ায় এখন আর অধুনালুপ্ত ছিটমহলবাসীর জমি কেনাবেচার জন্য রেজিস্ট্রি সম্পাদন, মালিকানা হস্তান্তর, ব্যাংক ঋণ সুবিধা পেতে কোনো বাধা রইলো না। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ভূমি মালিকদের মাঝে ৩৩৭৬টি খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসব প্রয়োজনীয় দলিল-পত্র হাতে পেয়ে দাসিয়ারছড়ার বাসিন্দা কালীকান্ত রায় (৭০) ও জুলহাস ম-ল (৬৫) বলেন, জমি-জমা ভোগদখল করে এলেও পূর্ণাঙ্গ মালিকানার কোন কাগজপত্র ছিলো না আমাদের কাছে। ৭০ বছর পর কাগজে কলমে জমির পূর্ণাঙ্গ মালিক হলাম। জমির মালিকানার স্বত্ত্ব হাতে পেয়ে আমরা যেন স্বর্গ হাতে পেলাম। সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক এবং দাসিয়ারছড়ার অধিবাসী গোলাম মোস্তফা বলেন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী খুশিতে আত্মহারা। আগে দাসিয়ারছড়ায় জমি কেনাবেচা হতো মুখে মুখে বা সাদা কাগজে স্বাক্ষর করে। ফলে জমি-জমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকতো। এখন থেকে জমি কেনাবেচায় রেজিস্ট্রি সম্পাদন, মালিকানা হস্তান্তর, ব্যাংক ঋণ গ্রহণসহ যাবতীয় কাজ করতে পারবো। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্রনাথ উরাঁও বলেন, ছিটমহল বাংলাদেশ হওয়ার পর সরকারিভাবে প্রাক জরিপ শেষে জমির প্রকৃত মালিক শনাক্ত করার জন্য ২০১৫ সালের অক্টোবর মাসে মাঠ রেকর্ড শুরু হয়েছিল। এরই ফলশ্রুতিতে দুই বছর পর ভূমি মালিকানার স্বত্ত্বলিপি স্বরূপ খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা হস্তান্তর উদ্বোধন হয়েছে। দাসিয়ারছড়া কমিউনিটি রিসোর্স সেন্টারে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সেটেলমেন্ট অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জমির কাগজপত্র বিতরণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। রংপুর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আবদুর রফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাঁও, উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন ম-ল, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হেসেন প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর