December 28, 2024, 8:17 pm

নতুন আইপ্যাডে থাকছে না হোম বাটন!

নতুন আইপ্যাডে থাকছে না হোম বাটন!

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

চলতি মাসেই নতুন আইপ্যাড প্রো উন্মোচনের কথা রয়েছে অ্যাপলের। ইতোমধ্যেই ডিভাইসটি নিয়ে নানা গুজব সামনে এসেছে। এখন এমন তথ্যও পাওয়া যাচ্ছে যে, নতুন আইপ্যাডে কোনো হোম বাটন রাখা হবে না। চলতি বছরের অগাস্ট মাসে আইওএস ১২ ডেভেলপার বেটা সংস্করণের কিছু বিষয় মিলে গেছে গুজবের সঙ্গে। বেটা সংস্করণে নতুন ডিভাইসটির আইকন দেখানো হয়েছে। এতে ডিভাইসটির চারপাশে খুব অল্প বেজেল দেখা গেছে। ফলে হোম বাটনের কোনো জায়গা থাকেনি ডিভাইসটিতে। এবার আইওএস ১২-এ নতুন ডিভাইসটির আইকন আরও ভালোভাবে দেখার কথা জানিয়েছে অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক। ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়, ডিভাইসটির চারপাশে অল্প বেজেল রয়েছে। পর্দার কোণাগুলো গোলাকার করা হয়েছে। আর এতে কোনো নচ এবং হোম বাটন দেখা যায়নি। ডিভাইসটির ওপরে রাখা হয়েছে পাওয়ার বাটন। নতুন আইপ্যাড প্রো ডিভাইসে ফেইস আইডি যোগ করা হবে বলেও গুজব রয়েছে। আইকনে হোম বাটন বাদ দেওয়ায় সেটিও কিছুটা নিশ্চিত হওয়া গেছে। ডিভাইসের নিচের দিকে চার্জিং পোর্ট থাকলেও বাদ দেওয়া হতে পারে হেডফোন জ্যাক। আর ডিভাইসটিতে লাইটনিং পোর্টের বদলে ইউএসবি-সি পোর্ট আনতে পারে অ্যাপল। ৩০ অক্টোবর যুক্তরাজ্যের নিউ ইয়র্ক সিটি-তে আইপ্যাড প্রো এবং ম্যাক ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

Share Button

     এ জাতীয় আরো খবর