December 22, 2024, 8:15 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

ড্রোন বৈধতা পাচ্ছে ভারতে

ড্রোন বৈধতা পাচ্ছে ভারতে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

শীঘ্রই ভারতে বৈধতা পেতে যাচ্ছে ড্রোন। বুধবার এর জন্য খসড়া আইন চালু করেছে দেশটির সরকার।
এই আইনের আওতায় সাধারণ মানুষের ড্রোন ব্যবহার ছাড়াও বাণিজ্যিকভাবে ‘আনম্যানড অ্যারিয়াল ভেহিকলস’ দিয়ে ফটোগ্রাফি, বাড়িতে পণ্য সরবরাহ এবং যাত্রী পরিবহন করা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই খসড়া আইন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সিভিল এভিয়েশন মন্ত্রী আশোক গাজাপাথি রাজু। মন্তব্য ও পরামর্শ পেতে এক মাসের জন্য জনগণের মধ্যে এটি চালু করা হচ্ছে। এরপরই নীতিমালা চূড়ান্ত করা হবে।
সিভিল এভিয়েশন সচিব আর এন চৌবে বলেন, “ডিসম্বরের ৩১ তারিখের মধ্যে আমরা ড্রোন ব্যবহারে চূড়ান্ত নীতিমালা আনার মতো অবস্থানে থাকবো।”
ভারতীয় সিভিল এভিয়েশনের মহাপরিচালক (ডিজিসিএ)-এর খসড়া নীতি অনুযায়ী সর্বোচ্চ ওজন বহনের ওপর ভিত্তি করে ড্রোনগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ২৫০ গ্রাম পর্যন্ত ন্যানো, ২৫১ গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত মাইক্রো, দুই থেকে ২৫ কেজি পর্যন্ত মিনি, ২৫ থেকে ১৫০ কেজি পর্যন্ত ক্ষুদ্র এবং ১৫০ কেজির ওপর বৃহৎ ড্রোন।
“ন্যানো শ্রেণি এবং যেগুলো সরকারি নিরাপত্তা সংস্থা ব্যবহার করে থাকে সেগুলো ছাড়া অন্যান্য বাণিজ্যিক শ্রেণির ড্রোন নিবন্ধন করবে ডিজিসিএ, তাদেরকে একটি ‘ইউনিক আইডেনটিফিকেশন নাম্বার’ দেওয়া হবে,” বলেন চৌবে।
সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিনি এবং তার ওপরের শ্রেণির ড্রোনের ক্ষেত্রে আনম্যানড এয়ারক্রাফট অপারেটর পারমিট দরকার হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২ কেজি পর্যন্ত ড্রোন মডেলগুলো সর্বোচ্চ ২০০ ফুট পর্যন্ত উচ্চতায় ওড়ানো যাবে, এতে কোনো অনুমোদন বা শণাক্তকারী নাম্বার দরকার হবে না।
ড্রোনগুলো যারা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করবেন তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। তবে ন্যানো ও মাইক্রো শ্রেণির ক্ষেত্রে এটি প্রয়োজন নেই।
খসড়া আইনে নো ফ্লাই জোনে ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রাখা হয়েছে। ফলে এয়ারপোর্টের পাঁচ কিলোমিটারের মধ্যে,আন্তর্জাতিক সীমন্তের ৫০ কিলোমিটার, বন্দর এলাকার ৫০০ মিটার এবং দিল্লির ভিজেই চৌকের পাঁচ কিলোমিটারের মধ্যে ড্রোন ওড়ানো যাবে না।
এছাড়া ঘনবসতি পূর্ণ এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানো যাবে না বলে বিবৃতিতে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর