September 22, 2024, 4:22 pm

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

অশুভ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে: ওবায়দুল কাদের

অশুভ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক একটা জোট, একটা অশুভ শক্তি এখানে ঐক্যবদ্ধ হয়েছে। এদের উদ্দেশ্য আওয়ামী লীগ ঠেকানো, শেখ হাসিনাকে ঠেকানো। গতকাল শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ‘সাম্প্রদায়িক জোটে’র সঙ্গে কোনো সংলাপ নয় বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, এরা ক্ষমতায় যাওয়ার চেয়ে শেখ হাসিনাকে হটাতে হবে ক্ষমতার মঞ্চ থেকে এটা হলো এদের মূল লক্ষ্য। আর এটাই যদি মূল লক্ষ্য হয় তাহলে তাদের অনেক ষড়যন্ত্র, অনেক খেলা, অনেক নাশকতা, সহিংসতার পরিকল্পনা আছে, এটা নিয়ে যে কথা হচ্ছে। এটাকে উড়িয়ে দেওয়ার অবকাশ নেই। এই জোটের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংলাপে প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে, নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, তার মানে বাকি আছে ১০-১২ দিন। এরমধ্যে কীসের সংলাপ? কে কার সঙ্গে সংলাপ করবে? সংলাপ করার সময় কোথায়? দেশে সংলাপ করার মতো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, প্রয়োজনীয়তাও নেই। সিলেটে পুলিশের অনুমতি না পেলেও ঐক্যফ্রন্টের সমাবেশ করার ঘোষণা প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে সিলেটের মাজার জিয়ারত আমাদের দেশের রাজনৈতিক ট্র্যাডিশন। জাতীয় ঐক্যফ্রন্ট যদি মাজার জিয়াতের জন্য সেখানে যায়, সেটা কোনো বিষয় নয়। যদি সেখানে যায়, যেতে পারে। কিন্তু মাজার জিয়ারতের নামে কোনো প্রকার নাশকতা-সহিংসতা সৃষ্টির পরিকল্পনা যদি থাকে, তাহলে উদ্ভূত পরিস্থিতিই নির্ধারণ করবে আইন-শৃঙ্খলা বাহিনী কী ধরনের পদক্ষেপ নেবে। ওবায়দুল কাদের আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। কারণ গত ১০ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি। এখন তাদের জোট শুরু হতেই দুই উইকেট পড়ে গেছে। আসন ভাগাভাগির সময় আরও কত ইউকেট পড়বে। আমাদের শক্তির উৎস দেশের জনগণ। অন্য কোনো শক্তিকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা জনগণের কাছে না গিয়ে প্রথমেই বিদেশিদের কাছে গিয়েছে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। নির্বাচনে বিজয়ী হলে তাদের নেতা কে হবেন, প্রধানমন্ত্রী কে হবেন সেটাই তারা বলতে পারে না। এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টি আলাদা একটি দল। তারা আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে যায়নি। তারা বিরোধী দল। সরকারের বক্তব্য আর বিরোধী দলের বক্তব্য এক নয়। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করতে চাইলে করবে, আমাদের সঙ্গে জোট করলে করতে পারে, সেটা তাদের ব্যাপার। দল ভাঙা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ভাঙা গড়ার কোনো প্রক্রিয়ায় আমাদের অংশগ্রহণের প্রয়োজন নেই। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আমাদের সহযোগীদের নিয়ে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। এক নারী সাংবাদিককে উদ্দেশ্য করে ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের অশোভনীয় মন্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, একটি টেলিভিশন টক শোতে ১/১১ এর কশীলব ঐক্যফ্রন্টের নেতা মইনুল হোসেন যে অশালীন আচরণ করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় নারী সাংবাদিকদের দাবির প্রতি আমরা একাত্মতা প্রকাশ করছি। এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় সারাদেশে নির্বাচনী গণসংযোগ ও প্রচার অব্যাহত রাখা এবং জোরদার করার সিদ্ধান্ত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর