September 17, 2024, 5:32 pm

সংবাদ শিরোনাম

রাজধানীতে অভিযানকালে ডিবি পুলিশ ছুরিকাহত

রাজধানীতে অভিযানকালে ডিবি পুলিশ ছুরিকাহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার কমলাপুর এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। গত সোমবার রাত ৮টার দিকে আহত ডিবির সহকারী উপপরিদর্শক বেলাল হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর ডিবি পুলিশের একটি দল কমলাপুর রেলস্টেশনে একটি অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীদের ধরতে ধাওয়া করলে তারা পাল্টা পুলিশের উপর ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় এএসআই বেলাল হোসেনের নাভির নিচে আঘাত লাগে। পুলিশ সদস্য বেলালকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন জানিয়ে এসআই বাচ্চু মিয়া বলেন, অভিযানের সময় ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর