মৌলভীবাজারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৫ হাজার ২শত ৩৮জন স্বেচ্ছাসেবক কাজ করবে
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর এবং জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রন (কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৪-৯নভেম্বর) সপ্তাহের উদ্বোধন করা হয়েছে শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ৪ নভেম্বর সকালে।
শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বেগম জহুরা আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সেলিনা আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলয়র আনিসুজ্জামান বায়েছ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জহির আহমদ ও শিল্পী বেগম প্রমুখ।
জানা গেছে- ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত (৫-১২ বছর শিশু) জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৯৬জন শিশুকে কৃমির টিকা খাওয়ানো হবে। দ্বিতীয় ধাপে ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত (১২-১৬ বয়ষ্কদেরকে) ২ লক্ষ ২ হাজার ১৯৮ জনকে টিকা খাওয়ানো হবে। এ ছাড়া যারা জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী রয়েছে তাঁদেরকে পরীক্ষা শেষ হওয়ার পর খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কাজে মোট ৫ হাজার ২শত ৩৮জন স্বেচ্ছাসেবক কাজ করবে এবং বিদ্যালয়গুলো শিক্ষকরা টিকা খাওয়াবেন। উদ্বোধনী সভায় শিক্ষক,স্বাস্থ্য সহকারী, নার্স, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।