July 27, 2024, 8:33 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পূর্ণ বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কি প্রয়োজন আছে?

পূর্ণ বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কি প্রয়োজন আছে?

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এখন প্রায় প্রতিটি শিশুকেই জন্মের পর হতেই ভ্যাকসিন দেওয়া হয়। যেমন: হাম, যক্ষ্মা, মামস, হুপিং কাশিসহ অন্যান্য রোগেও শিশুদের টিকা দেওয়া হয়। অনেকে প্রশ্ন করেন শৈশবে ভ্যাকসিন দেওয়া হলেও পূর্ণ বয়স্ক কোনো লোককে কি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে কি। অর্থাৎ রিভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন আছে কিনা।

এব্যাপারে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ের সিনিয়র অ্যাডভাইজার শিশু বিশেষজ্ঞ ড. আমান্দা কোহেনের মতে শিশু  অবস্থায় ভ্যাকসিন দেয়া হলেও পূর্ণ বয়স্কদের অনেক ক্ষেত্রে ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে।

এমনকি বড়দের মামস হলে জটিলতা অনেক বেশি হয়। এজন্য অনেক ক্ষেত্রে বয়স্কদেরও ভ্যাকসিন দেয়ার প্রয়োজন হয়। এমনকি গর্ভাবস্থায়ও নানা ধরনের ভ্যাকসিন দেয়ার প্রয়োজন পড়ে।

এছাড়া ফ্লু, টিটেনাস, নিউমোনিয়াসহ অন্যান্য ভ্যাকসিনও অনেক ক্ষেত্রে নিতে হয়। তবে অ্যাডাল্টদের কোনো ধরনের ভ্যাকসিন পুনরায় নেয়ার প্রয়োজন হয় তা অবশ্যই কোনো সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেয়া উচিত।

Share Button

     এ জাতীয় আরো খবর