নানা আয়োজনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৯ম মৃত্যুবার্ষিকী পালন
রুজেল আহমদ
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলার হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার মনজুরুল হক চৌধুরী পাবেলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অুিতরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর কার্যনিবার্হী কমিটির সদস্য অরুণতালুকদার উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ্র প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সুনামগঞ্জে যে সব বাউল স¤্রাট আছেন, যে সব বেষব কবিরা আছেন, যারা লোক কবিরা আছেন, উনাদেরকে নিয়ে যদি আমরা কাজ করি আমাদের সুনামগঞ্জ শিল্পাঙ্গনকে আমরা সত্যিকার অর্থে একদিন লোক সাংস্কৃতির রাজধানী হিসেবে আমরা ঘোষণা করতে পারব, সরকার সেই ঘোষণা দিতে বাধ্য। কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে সত্যি কারের এই সুনামগঞ্জ ওই হচ্ছে সাংস্কৃতিক রাজধানী। শাহ-আব্দুল করিম সকলের মাঝে বেচে আছেন, থাকবেন। এই সুনামগঞ্জের মানুষ সত্যি ভাগ্যবান যে সকল আউল, বাউল, লোক কবিরা এই সুনামগঞ্জ জেলা জন্ম গ্রহন করেছেন।