July 27, 2024, 12:39 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

৩ মাস ঘুম থেকে জেগে উঠে মিথ্যাচার করছেন খালেদা জিয়া: নাসিম

৩ মাস ঘুম থেকে জেগে উঠে মিথ্যাচার করছেন খালেদা জিয়া: নাসিম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে গিয়ে তিন মাস ঘুমিয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নাসিম এই মন্তব্য করেন। খালেদা জিয়া তিন মাস ঘুমিয়ে ছিলেন। তিনি ঘুম থেকে জেগে মিথ্যাচার করা শুরু করে দিয়েছেন। গাড়িবহরে নিজেরা পরিকল্পিতভাবে হামলা করেছে। এখন মিথ্যাচারে লিপ্ত হয়েছেন, বলেন নাসিম। বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ১৪ দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে নাসিম বলেন, সরকারের প্রতি আমাদের আবেদন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে পৃথিবীর সব দেশে পৌঁছানোর ব্যবস্থা করবেন। জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিচয়ে দিয়ে পাকিস্তান যে ভিডিওটি প্রকাশ করেছে, সেটির বিষয়ে মন্ত্রী বলেন, জিয়া যে পাকিস্তানের লোক, সেটা আবারও প্রমাণ করেছে পাকিস্তান। তা না হলে এ ধরনের একটা প্রচার তারা চালাত না। জিয়া পাকিস্তানের পক্ষের লোক, তা আবারও প্রমাণ হলো। বক্তব্যের সময় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা। মিয়ামনারের রাখাইন রাজ্য পরিস্থিতি ও রোহিঙ্গাদের নিয়ে দেশটির কার্যত নেতা অং সান সু চির বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, সু চির বক্তব্য অসত্য। তিনি আন্তরিক হলে রোহিঙ্গাদের তাঁর দেশে ফেরত নিতে পারেন। তিনি অন্তরিক না বলেই এমনটা হচ্ছে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর