October 11, 2024, 4:48 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

৫২ বছর বয়সে শাহরুখ

৫২ বছর বয়সে শাহরুখ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান ৫২ বছর বয়সে পা রেখেছেন । ১৯৬৫ সালের এই দিনে ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এ দাপুটে অভিনেতা। বলিউডের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা ধরা হয়ে থাকে তাকে। বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের খ্যাতিকে স্পর্শ করা পরবর্তী সময়ে একমাত্র অভিনেতা শাহরুখ। প্রতিটি ছবিতেই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে এ অভিনেতার মধ্যে। তাই তো দর্শক তাকে বলিউড বাদশাহ, কিং খান, কিং অব রোমান্স খ্যাতি দিয়েছেন।

বলিউডের বাঘা সব অভিনেতাকে টক্কর দিয়ে সেই নব্বইয়ের দশকের শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষস্থানটি দখল করে রেখেছেন তিনি। ১৯৮৯ সালে ‘ফৌজি’ টিভি সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শাহরুখের। এরপর আরো কয়েকটি টিভি ধারাবাহিকে কাজ করেন তিনি। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এ ছবিতে অভিনয় করেই বাজিমাত করেন তিনি। এ ছবিতেই তিনি সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এরপর পরই ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন শাহরুখ। পরবর্তী বছরেই ‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে অভিনয় করে আকাশছোঁয়া সাফল্য লাভ করেন তিনি। সুপারস্টারের তকমা লেগে যায় তার নামের সঙ্গে। সেই ছবির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিশেষ করে যশরাজ ফিল্মসের ছবিতে ধারাবাহিকভাবে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ইয়েস বস’, ‘পারদেশ’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ডুপ্লিকেট’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল সে’, ‘মোহাব্বাতে’, ‘অশোকা’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাদশাহ’, ‘দেবদাস’, ‘কাল হো না হো’, ম্যায় হু না’, ‘ডন’, ‘ডন-২’, ‘রাব নে বানাদি জোরি’, ‘ভির জারা’, ‘জাব তাক হে জান’, ‘রা ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ফ্যান’, ‘রইস’ প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ। আজকের জন্মদিনটিতে শাহরুখের স্ত্রী গৌরি খান একটি পার্টির আয়োজন করেছেন শাহরুখের আলীবাগে অবস্থিত ফার্মহাউজে। গতকালই গৌরি মেয়ে সুহানা খান, পুত্র আব্রাম খানসহ বেশ কয়েকজন বলিউড তারকা নিয়ে মুম্বইয়ের মান্নাত অ্যাপার্টমেন্ট থেকে আলীবাগের ফার্মহাউজে গিয়েছেন। আজ ফার্মহাউজে শাহরুখ খানের জন্মদিন উদযাপন করা হবে একটি জমকালো পার্টির মাধ্যমে। বলিউড তারকাদের মধ্যে এ পার্টিতে অংশ নেয়ার কথা রয়েছে আনুশকা শর্মা, আলিয়া ভাটসহ বেশ কয়েকজনের। তবে ক্যালিফোর্নিয়ায় থাকার কারণে এ পার্টিতে এবার অংশ নিতে পারছেন না শাহরুখের বড় ছেলে আরিয়ান খান।

Share Button

     এ জাতীয় আরো খবর