ফিরছেন জ্যোতি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দীর্ঘ সময় ধরেই ছোট পর্দা থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। মূলত গতানুগতিক ঘরানার কাজ নিয়ে অনেকটাই বিরক্তিতে ছিলেন এ অভিনেত্রী। যার কারণে হঠাৎই ছোট পর্দা থেকে দূরে সরে যান। অপেক্ষা করতে থাকেন ভালো কাজের জন্য। অপেক্ষা ফলপ্রসূও হয়েছে জ্যোতির। কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন এ অভিনেত্রী।
ছবির নাম ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। শরৎচন্দ্রের কালজয়ী এ চরিত্র নিয়ে ছবিটি নির্মাণ করবেন প্রদীপ্ত ভট্টাচার্য্য। তবে ছবির শুটিং হতে আর বেশ কিছুদিন বাকি রয়েছে। আর তাই গত ঈদের আগে থেকেই জ্যোতি ঢাকায় চলে এসেছেন। সে সময় ঈদের দু’টি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। নতুন খবর হলো এবার দীর্ঘদিন পর নতুন ধারাবাহিকে কাজ করছেন তিনি। গল্প ও চরিত্র খুব বেশি পছন্দ হওয়ার কারণেই এ নাটকটিতে কাজ করছেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প বৈকুণ্ঠের উইল’ অবলম্বনে নির্মিত এ নাটকটির নামও ‘বৈকুণ্ঠের উইল’। এতে মনোরম চরিত্রে অভিনয় করছেন তিনি। আল মনসুরের রচনা ও সংলাপে নাটকটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। জ্যোতি ছাড়াও এ নাটকে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহু, নরেশ ভূঁইয়া, ডি এ তায়েবসহ আরও অনেকে। এ নাটকে কাজ করা প্রসঙ্গে জ্যোতি বলেন, শরৎচন্দ্রের গল্প মানেই অন্যরকম কিছু। এ গল্পের মনোরমা চরিত্রে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আসলে খুব ভালো কিছু হচ্ছে বলেই এ নাটকে অভিনয় করলাম। বেশ ভালো লেগেছে কাজ করতে। দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির শুটিং করতে খুব শিগগিরই কলকাতায় যাওয়ার কথা রয়েছে জ্যোতির। এ বিষয়ে তিনি বলেন, ছবিটি নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমি। তবে শুটিংটা বিভিন্ন কারণে দেরিতে শুরু হচ্ছে। তবে চলতি মাসেই এর শুটিং শুরুর কথা রয়েছে। আশা করছি ভালো কিছু হবে।