বড়লেখা মাধবকুন্ড পর্যটন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে ৩ প্রতিস্টানকে জরিমানা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২ নভেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে মাধবকুন্ড পর্যটন এলাকায় অবস্থিত দারুচিনি রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, খাদ্যপ্রাণ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা ও রাজধানী রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। উক্ত পর্যটন এলাকায় পাবলিক শৌচাগারে এবং কার পার্কিং এ পর্যটকরা হয়রানির শিকার হন এমনকি সময় সময় অতিরিক্ত অর্থ আদায় করা হয় এমন মৌখিক অভিযোগে, উক্ত যায়গার ইজারাদারকে সতর্ক করা হয় এবং পর্যটকদের কোন প্রকার হয়রানি করা হলে, আইন লঙ্ঘন করলে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্র্তৃক লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উক্ত এলাকায় কিছু অবৈধ প্রতিষ্ঠান সরানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলার সেনেটারী ইন্সপেক্টর মোঃ আফছার আলী, পর্যটন পুলিশ ও বড়লেখা থানার সঙ্গীয় পুলিশ ফোর্স।