September 17, 2024, 6:51 pm

সংবাদ শিরোনাম

ছাতকে যুব উন্নয়ন অধিদপ্তরের র‌্যালী ও আলোচনা সভা

ছাতকে যুব উন্নয়ন অধিদপ্তরের র‌্যালী ও আলোচনা সভা
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)


ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিএস আসাদ উল্ল¬াহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ডাঃ মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপ আঞ্চলিক ব্যবস্থাপক মুমিনুর ইসলাম, এসএসকেএস পরিচালিত সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম। বক্তব্য রাখেন, ছাতক যুব উন্নয়ন সমিতির সভাপতি ফখরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ আলী, কয়েছ মিয়া তালুকদার, আইনুল হক প্রমুখ। সভা শেষে শ্রেষ্ঠ যুবনারী প্রশিক্ষনার্থী হিসেবে তাপসী চন্দ, সঞ্চিতা চন্দ ও পম্পা চন্দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। পরে ৪০ জন নারী প্রশিক্ষনার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। এর আগে শহরে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর