December 21, 2024, 10:14 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

তারা বিদেশি পাড়ার মানুষ

তারা বিদেশি পাড়ার মানুষ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মজনু সুপার শপে কাজ করে তিন সেলসম্যান। মজনু মিয়া তার এই তিন কর্মচারী নিয়ে প্রতিদিন বেকায়দায় পড়েন। কারণ একটাই, চুরি! পুরো একটা গ্রামজুড়ে মজনুর ব্যবসা। গ্রামের নাম সোনার পাড়া হলেও বিদেশি পাড়া নামেই সবাই চেনে। কারণ এই গ্রামের বেশির ভাগ মানুষ বিদেশে থাকে। লন্ডন, সৌদি, কাতার, আবুধাবি, ওমান-সব দেশেই এই গ্রামের পুরুষেরা বসবাস করে। আর তাদের বউরা ব্যস্ত থাকে বিউটি পার্লার আর মজনু সুপার শপে কেনাকাটার প্রতিযোগিতা নিয়ে। ব্যস্ত থাকে মজনুকে নিয়েও। অন্য দিকে ব্যস্ত ফটোগ্রাফার লিয়াকত, সুদের ব্যবসায়ি গুলজার, ড্যান্স মাস্টার গাফফার আর আদম ব্যাপারী বাদশা। বিদেশি পাড়ার বিদেশি বউ-ঝি আর কিছু অদ্ভুত মানুষের রোজকার ঝগড়া। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বিদেশি পাড়া’ ধারাবাহিক নাটকের গল্প। নাহিদ নিয়াজী রিপন ও অরণ্য পাশার রচনায় নাটকটি পরিচালনা করছেন হিমু আকরাম। নাটকটির মজনু চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘সব চরিত্রই মনের মতো  হয় না তবে কিছুকিছু হয়। মজনু চরিত্রটি করে বহুদিন পর একটা ভালো কাজ করছি বলে মনে হচ্ছে। বিদেশি পাড়া নাটকটির গল্প সত্যিই অনেক ভালো।’ পুবাইলের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, কামাল হোসেন বাবর, ওয়ালিউল হক রুমি, ম ম মোর্শেদ, দিহান, প্রিয়া আমান, নাদিয়া মিম, তাজিন আহমেদ, শাহনাজ খুশি, এ্যানি খান প্রমুখ। আজ বুধবার থেকে বেসরকারি টেলিভিশন একুশে টিভিতে নাটকটির প্রচার শুরু হবে। রোববার থেকে শুক্রবার রাত ৮টায় প্রচারিত হবে নতুন এ ধারাবাহিকটি।

Share Button

     এ জাতীয় আরো খবর