১৪ সদস্যের একটি প্রতিনিধিদল হিলি চেকপোস্ট পরিদর্শন
হিলি প্রতিনিধি
ভারতের সীমান্ত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা (বর্ডার ম্যানেজমেন্ট কমিটি) দিনাজপুরের হিলি চেকপোস্ট ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার বেলা ৩ টায় কমিটির প্রধান কেন্দ্রিয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রফেসর আব্দুল মান্নানের নেতৃত্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চপর্যায়ের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল হিলি চেকপোস্ট পরিদর্শন করেন। এসময় বিজিবির রংপুর উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।
রংপুরের আঞ্চলিক কমান্ডার সাইফুল ইসলাম বলেন, হিলি সহ বিভিন্ন সীমান্ত এলাকার যেসব স্থানে তাঁরকাঁটার বেড়া বা সীমানা প্রাচীর দেওয়া নাই। সেসব সীমান্ত এলাকা তারা পরিদর্শন করছেন। ভারত এসব সীমান্তে বেড়া বা প্রাচীর দিলে চোরাচালান সহ মাদক পাচার বন্ধ হবে।