January 17, 2025, 1:46 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকারই চক্রান্ত করছে: ফখরুল

শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকারই চক্রান্ত করছে: ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকারই ‘চক্রান্ত’ করছে। শিক্ষার্থীদের টানা অষ্টম দিনের আন্দোলনের মধ্যে গতকাল রোববার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা সপ্তাহ ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে বিএনপি ইতোমধ্যে সমর্থন জানিয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি এই আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতা করতে চাইছে। ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই সরকার নতুন চক্রান্ত করেছে। গত দুদিন ধরে আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন ও বিএনপিকে যেভাবে জড়ানোর চেষ্টা করছেন এর একটাই উদ্দেশ্য যে, ছাত্র-ছাত্রীদের আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করা, আন্দোলনকে নসাৎ করে দিয়ে আবার গণতান্ত্রিক শক্তিগুলোর ওপরে আক্রমণ শুরু করা এবং সেটা তারা করছেও। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমরা গণতন্ত্রের বিশ্বাসী, গণতন্ত্রের চর্চা করি। আমরা কখনও কোনো সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দিই না, অতীতেও দিইনি, এখনও দিই না, বলেন ফখরুল। গত শনিবার জিগাতলায় শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, নিরীহ কোমলমতি ছাত্র-ছাত্রীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে হেলমেট পড়ে আক্রমণ চালায়। এই সমস্ত নিরীহ অসহায় ছাত্র-ছাত্রীরা আশ্রয় নিতে গেলেও পুলিশ তাদেরকে আশ্রয় দেয়নি। সরকারের উপর মানুষ আস্থা হারিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, কোটা আন্দোলনকারীদের সাথে প্রতারণার পর সরকারের কথা শিক্ষার্থীরা বিশ্বাস করতে পারছে না, জনগণও বিশ্বাস করতে পারছে না। কারণ এই বিশ্বাসযোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থ। সংসদ নেই, বিরোধী দল নেই, প্রশাসন সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেছে। সরকার নির্বাচন কমিশন শেষ করে দিয়েছে, বিচার বিভাগকে শেষ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নামে যে অডিও প্রকাশ করা হয়েছে, তা বিকৃত কণ্ঠস্বর দিয়ে তৈরি বলে দাবি করেছেন ফখরুল। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এই সরকারের দুরাচার সকলে জানে। নিজেরাই ঘটনা তৈরি করে সেই দোষ চাপিয়ে দেয়। আপনারা দেখেছেন, আন্দোলনগুলো নস্যাৎ করার জন্য নিজেরা গাড়ি জ¦ালিয়ে অন্যের ওপর দোষ চাপিয়েছে। ফখরুল বলেন, আমীর খসরু সাহেব কী বলেছেন, শুনিনি। কথিত অডিও অনুযায়ী বলেছেন যে বসে আছেন কেন? ছাত্রদের সাথে নেমে পড়ো, মাঠে নামো। এই কথাটা কোন প্রেক্ষিতে কীভাবে কখন বলেছেন সেটা তো সেখানে বলা নেই। এটা তো অপরাধ নয়। গোটা ছাত্র-ছাত্রীদের সঙ্গে। গোটা দেশের মানুষ তো নেমে পড়েছে। অপরাধটা কোথায়? গত শনিবার রাতে আমীর খসরুর বাসায় দুইবার পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান ফখরুল। জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তার বাসায় বার বার পুলিশি তল্লাশি- এটাকে আমরা দলের ওপরে এবং গণতন্ত্রের ওপর হামলা বলে মনে করি। এর আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলাকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলার শামিল’ হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। গত শনিবার রাতের এই হামলার জন্য আওয়ামী লীগকেই দায়ী করেন তিনি। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাড়িতে গত শনিবার নৈশভোজে যাওয়ার পর বের হওয়ার সময় বার্নিকাটের গাড়িতে হামলা হয় বলে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছেন। ফখরুল বলেন, মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। সে দেশের রাষ্ট্রদূতের উপরে আক্রমণ হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হওয়ারই সামিল বলে আমরা মনে করি। আমরা রাষ্ট্রদূতের উপর এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। এই ঘটনাটি বাংলাদেশে ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ‘প্রচ- রকমের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে’ বলে মন্তব্য করেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল। মোটর সাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক মোহাম্মদপুরে মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা চালিয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশও কিছু বলতে পারেনি। ফখরুল বলেন, আগে থেকেই আওয়ামী সন্ত্রাসীরা সেখানে জড়ো হয়েছিল এবং দরজা ধাক্কাধাক্কি করছিলো গেটে। েেসই সময়ে এনারা যখন বেরিয়েছেন তখন রাষ্ট্রদূতের গাড়ি আক্রমণ করেছে, ইট-পাথর মেরেছে। ড্রাইভার আহত হয়েছেন এবং তার ব্যক্তিগত যারা নিরাপত্তা প্রহরী ছিলেন তাদের কারণে তিনি নিজে রক্ষা পেয়েছেন। হামলাকারীদের ইটের আঘাতে বদিউল আলমের বাড়ির জানালার কাচও ভাঙে। ফখরুল বলেন, সুজনের সম্পাদক বদিউল আলম সাহবকে আমরা সবাই চিনি। তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক ও স্পষ্টবাদী মানুষ। তিনি কাজ করছেন রাষ্ট্রকে কী করে সুসংহত করা যায়, গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায়, নির্বাচন ব্যবস্থাকে কী করে এখানে গণতন্ত্রের উপযোগী করা যায়, সেই প্রতিথযশা ব্যক্তিত্বকে ও তার বাড়িতে আক্রমণ করা এবং তার ছেলের ওপর আক্রমণ করাকে আমরা মনে করি যে, মুক্তচিন্তার ওপরে আঘাত করা। ফখরুল বলেন, কোমলমতি শিক্ষার্থীরা জাতিকে শিক্ষা দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বড় আছি, তাদের মাঠে নেমে আসতে হবে। অবৈধ সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। কোমলমতি শিক্ষার্থীরা জাতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বড়দের একটা শিক্ষা হয়েছে। এখন সরকার হটাতে ঐক্যবদ্ধ হয়ে বড়দেরই মাঠে নেমে আসতে হবে। আন্দোলনে বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, অতীতেও সরকার আন্দোলন ভিন্ন খাতে নিতে বিএনপিকে জড়িয়েছে বক্তব্য দিয়েছে। এবারও একই পন্থা বেছে নিয়েছে। মূলত তারা দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, গতকাল (গত শনিবার) ধানম-িতে নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সারা দেশেই এই সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ অনির্বাচিত স্বৈরাচারী সন্ত্রাসী দল। তাদের কাছে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের কোনো মূল্য নেই। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নজরুল ইসলাম মনজু, নাজিমউদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহীন, শাহিন শওকত, আনিসুর রহমান তালুকদার খোকন উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর