January 21, 2025, 7:37 am

সংবাদ শিরোনাম

ভয়ংকর সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের ৬ জনের মৃত্যু

ভয়ংকর সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের ৬ জনের মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিয়ানীবাজারের ৫ কাপড় ব্যবসায়ীসহ গাড়ি চালক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার ভোর ৭ টায় চট্টগ্রাম থেকে সিলেট ফিরার পথে নরসিন্ধী আসার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে ৪জন এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু ঘটে।

সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজার পৌরশহরের জামানপ্লাজার রূপশী বস্ত্রবিতানের মালিক রেজাউল করিম, শখ কসমেটিক্স এর পরিচালক খায়রুল বাশার খয়ের, মতিন ক্লথ স্টোরের জসিম উদ্দিন ও জুবের আহমদ, মরটিনের বিয়ানীবাজারের ডিলার ইকবাল আহমদ ও গাড়ির চালক বাবুল নিহত হয়েছেন বলে বিশ্বস্থ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার মাধবপুর এলাকার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ানীবাজারগামী মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ- ১৬-০২৫২)কে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৪ যাত্রি এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। চালকসহ মাইক্রোবাসের ৭জন ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ১৫ যাত্রি আহত হন।

মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানান, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চারজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থি শিবিরে ত্রাণ সহায়তা দিয়ে রক্সি পরিবহনের একটি গাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Share Button

     এ জাতীয় আরো খবর